একটি মাতৃ্তব

এখানে এই বড় রাস্নার ধারে

আমি দেখেছি একটি মাতৃতব

রুগ্ন, কাষঠ মৃত প্রায় শিশুটাকে

চুপশে যাওয়া স্তনের মাঝে

শুকনো দুটি বাহুতে আগলে ছিলো যতনে।

এখানে এই রাস্তার ধারে

আমি দেখেছিলাম একটি মাতৃতব।

 

আকাশে প্রচন্দ বারিধারা

নিচে ব্ন্যার প্লাবনতা

সবকিছু হারিয়ে বড় রাস্তার ধারে

বড় সম্পদ টারে আগলে ছিলো,

এখানে এই রাস্তার ধারে

আমি দেখেছিলাম একটি মাতৃতব।

 

আমি দেখেছি তার দুচোখে প্রত্যাশা

দেখেছি বুক ভরা ভালোবাসা

অনাবিল ভবিষতের আকাঙ্কা,

এখানে এই রাস্তার ধারে

আমি দেখেছিলাম একটি ভালোবাসা।

 

রচনাঃ ০৬/০৯/১৯৮৮

মুনশিগঞ্জ

 

0.00 avg. rating (0% score) - 0 votes