জমা ফাইল লেখা জমা দিয়েছেন ২৪ ফেব্রুয়ারি, ২০১৪ লিখেছেন সাহাদাত মানিক আমার স্বপ্নে হাত কড়া, ঈশ্বরের হাতে বন্দী; মুক্তি মেলে না, ছলা কলায় যতই করি ফন্দী। ঈশ্বরের কি তাড়া আছে? আছে কি তাড়া? কার কি অভাব জানবার! বুড়িয়ে যাচ্ছি, খেয়াল কি আছে আছে কি খেয়াল, আমার কেইস আমার ফাইল নাম্বার! ১৭.০৫.২০১১ ক্যানবেরা Post Views: ১৪০ 0.00 avg. rating (0% score) - 0 votes