একুশ মানে

 Bangla

একুশ মানে শুধু নয় ভাষা অথবা
বর্ণমালা 
একুশ মানে একলা পথে চলার সাহস
একুশ মানে মিনার শুধু নয় কিংবা কোন টিভি চ্যানেল
শোকের কাল টুকরা কাপড় বুকে পরা
একুশ মানে সর্বকালীন একটি স্পর্ধা বুকে ধরা
একুশ মানে নিজের জমি রক্ষা করা
একুশ মানে শেষ প্রহরের অন্ধকারে আলোর নামে বাজি ধরা
ভাষা যখন হারিয়ে ছিলাম তখন একুশ ভাষাহীনের যুদ্ধ ছিল
যখন মাটি হারিয়েছিলাম তখন একুশ রাষ্ট্রহীনের লড়াই ছিল
আজকে আমার ভাষা আছে ভূমি আছে
তবু আমার বাকি আছে যুদ্ধ অনেক
মানুষ হওয়া অনেক খানি বাকি আছে
রক্ত অশ্রু বেদনাদের সরিয়ে দেয়া বাকি আছে
গভীর রাতে বনের ভেতর দৈত্য দানা পোষ মানান বাকি আছে
একুশ মানে সেসব লড়াই একাকি পথ পেরিয়ে আসা
ফেব্রুরারির রক্ত আমায় এই প্রহরের সাহস আনুক
আশি হাজার পথের ভেতর দুঃখ ভোলার নুতন সড়ক
আশি হাজার গ্রামের ভেতর বরকতেরা একলা আছে
একুশ মানে এখন তাদের হাত ধরে ফুল চিনিয়ে দেয়া
একুশ মানে তাদের জন্য নুতন জীবন ছিনিয়ে আনা

0.00 avg. rating (0% score) - 0 votes