স্বাধীনতা আমার রক্তে কেনা স্বপ্ন

মৃত্যুরা আজ রাস্তায় বেধেছে আশ্রয়,বন্দুকের নলে,গুলিতে,
ককটেল হ্যান্ড গ্রেনেড কিংবা পেট্রোল বোমে; শ্লোগানের তালে অসহ্য সময়।
পথে নেমেছে আধারের মিছিল, সামনে পথশিশু।

রাস্তায় বাসে ট্রাকে ধর্ষিতা আমার স্বাধীন দেশ, আমরা ষোল কোটি ভেতো বাঙ্গালী-
নিরুত্তাপ নিরুদ্দেশ।
পঞ্চাশ টাকায় মিথ্যা সাক্ষী, একশ’ টাকা মিছিল ভাড়া, দুশ’ টাকায় ভোট ।
রাষ্ট্রপতি আজ খুনের ক্ষমা, কোঁটায় বন্দী মেধা।
সুপ্রিমকোর্টের বিছারপতিরা আজ নিলামে। এ আমার-
আজন্ম পাপের জঠরে জন্ম নেওয়া প্রিয় স্বাধীনতা।

আজ স্বাধীনতা আমার হরতাল, আগুন, অসহযোগ আর ঢাকা মেডিকেলের
বার্ন ইউনিটে ঘুমন্ত নগরীর নির্জনতা ভাঙ্গা চিৎকার, অসুস্থ সময়, অবাধ্য ক্ষমতা।
আমার স্বাধীনতা আজ লাশের মিছিল, মিথ্যা পতিশ্রুতি, সংখ্যালঘু নির্যাতন,
ধর্ষিতা বড় বোনের গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা,
মায়ের আঁচলে আগুন,বখাটের দখলে থাকা ছোটবোনের ইস্কুলের রাস্তা।

স্বাধীনতা আজ ঘুশহীন আটকে থাকা পেনশান,সাংবাদিকের ক্যামেরায় ফটোশপ,
এক টিকেটে দুই ছবি অথবা মিডিয়ার ব্যানারে চাঁদাবাজির লাইসেন্স।
স্বাধীনতা আজ আমার ঢাকা ক্লাবে নির্দ্বিধ বেহায়াপানার সুযোগ
অথবা একশ’ টাকায় কেনা যৌনতা।
গণজাগরণের নামে রাজনীতির সাপ লুডু,নয়তো অন্ধ বোবা সুশীল সমাজ।

আমার স্বাধীনতা আজ ছায়া হাতের নিয়ন্ত্রিত অনিয়ন্ত্রন,
বইমেলা,বস্তি আর গার্মেন্টসে আগুন। আর-
ষোল কোটি বাঙ্গালির ভেতো চোখে পূর্ব জনমের আগুন নেভা ভস্ম।
স্বাধীনতা আজ আমার পাশের বাসায় আর্ত চিৎকার,
সাহায্য চেয়ে আকুলি বিকুলি, তবু দরজা ভেজিয়ে আমার শান্ত ঘুম।
স্বাধীনতা আজ আমার পীর বাবার দোয়া; নির্বাচন, ভোট, নমিনেশান,
হাজার হাজার কোটি টাকার ভিওআইপি, সুল্ক বিহীন গাড়ি আর
শেয়ার বাজারে নিশ্চুপ লুণ্ঠন।
স্বাধীনতা আজ আমার সেকলের মালা, রাস্তায় বাসা বাধা মৃত্যু,
অসহ্য সময়, দুঃসহ দিন আর মরে না যাবার জন্য বেঁচে থাকা।
এই আমার স্বাধীনতা; আমার রক্তে কেনা স্বপ্ন ।

0.00 avg. rating (0% score) - 0 votes