আজ আমার একলা আকাশ
চাঁদের সাথে আড়ি
মাঝ রাতে তাই শুকতারাটা
যাচ্ছে নিজের বাড়ি।
আজ আমার কষ্ট দুপুর-
বিষণ্ণ এক ক্ষণ।
মন ভালো নেই মন ভালো নেই
নেই যে ভালো মন।
আজ আমার শীত সন্ধ্যা
বন্ধ্যা করা প্রেম
লেপটে থাকা দুটি হাতে
উষ্ণতা আর হেম।
আজ আমার একলা হাওয়া
উদাসী এক ঝড়
মনের মানুষ অচিন হয়ে
মুহূর্তে সে পর।