একলা থাকি

যখন আমি একলা থাকি

একলা আপন মনে,

অতীতের মতো খোঁজও সুখ

নতুন এক যৌবনে।

 

সৃষ্টি করো অন্য রকম

ভিন্ন রূপের ভুবন,

আমিহীনা অন্য কেঊ

হবে তোমরা দুজন ।

 

ভাবতে পারো তোমার মতো

হাসতে পারো সুখে,

কষ্ট নিয়েই বাঁচবো আমি,

আঁধার আলোয় থেকে।

 

ভালবাসা থেকে জানব আমি

যায়না কিছু পাওয়া,

আকাশের তারা যায় যে দেখা

হয়না কিছুতেই ছোঁয়া।

 

সানী শ্রাবণ

২৬ আগস্ট ২০১০।

0.00 avg. rating (0% score) - 0 votes