একগুচ্ছ প্রেমের কবিতা

যৌবনের শুরুর দিকে এই কবিতা গুলো লেখা। আর যৌবন মানেই তো প্রেম।প্রেম ছাড়া যৌবন- এ বোধহয় খুব কম বাঙ্গালীর জীবনেই ঘটে।কবিতা গুলো পড়লেই বুঝা যায়, কাচা হাতের আকুতি। এতগুলো বছর স্বযতনে রক্ষীত ছিলো। এখন যখন পড়ি- ফিরে পাই আমার যৌবন। নস্তালজিক হই, আন্দোলিত হই, ফিরে যাই আমার হারানো সময় এবং শহরে। প্রিয় পাঠক  এ কারনেই কবিতা গুলো এত অমূল্য, যেনো পড়ন্ত বেলাও আমার অবগাহন হয় হারানো সময়ে।

 

 কবিতাঃ আমার সত্বা

আমি লিখে যাই কবিতা

আমি নই সৃিষট কতা।

কবিতা আমার আত্মা,

এরই মাঝে রেখে যাব সত্বা।

 

আমি লিখে যাই জীবনের কথা

আমি বলে যাব বাস্তবতা,

অবিন্যস্ত জীবন, দোদুল্যমান ভালোবাসা

জীবনের ভাঙ্কর- এই হোক আমার অক্ষর।

 

 

রচনাঃ ১৯৮৮

মুনশীগঞ্জ

 

 

 

 নিশি জাগা প্রহর

  প্রায়শই আমি তোমার ভাঙ্কর গড়ি

সুন্দরীতমা, চৈতনের ক্যানভাসে তোমায় খুজি

ইদানিং এই অবিন্যাস্ত জীবন বডড তাড়নাদেয়

নিশি জাগা পাখির মত প্রহর কাটাই

কখনও আবার করতলে নক্ষএ হাতরাই,

জীবনের মোহনায় আমি কি জীবন হারিয়েছি?

 

 রচনাঃ ২৬/৯/১৯৮৮

রাতঃ  ১১ ঃ১৫

মুন্সীগঞ্জ

 

 ভালোবাসা মানে

  ভালোবাসা মানে তোমার এতটুকু চাহনি

ভালোবাসা মানে কাপা দুটি ঠোটের আকুতি

ভালোবাসা মানে কিছুটা কথা

ভালোবাসা মানে কিছু ব্যথা

ভালোবাসা মানে কিছু আনন্দ

ভালোবাসা মানে অনন্ত বিরহ।

 

 

রচনাঃ ৩০/৯/১৯৮৮

রাতঃ ২-৫০

মুনশীগঞ্জ

 

 

 

 এমন কাউকে খুজি

 

 তোমার মত এমন কাউকে খুজি

যে আমার শিল্প মনঙ্ক হৃদয়টা বুঝবে,

তোমার মত এমন কাউকে খুজি

যে আমার হৃদয় পরতে আগুন ছড়াবে।

তোমার মত এমন কাউকে খুজি,

যে দেবে প্রেরনা, লিখে যাওয়ার।

তোমার মত এমন কাউকে খুজি,

যার মুখ হবে  -বেচে থাকার অদম্য বাসনা।

 

 

রচনঃ ৩০/৯/১৯৮৮

মুনশীগঞ্জ

 

 তুমিকি শুধুই রহস্ম?

 

অনেক রহস্মের মাঝে, একটা রহস্ম

শুধুই রহস্ম থেকে গেলো।

এ রহস্ম যেনো চিত্তাকষক – এযেনো চিন্ময়

ক্ষনদার মাঝে এযেন ক্ষনপ্রভা।।

 

রচনাঃ ১/১০/১৯৮৮

রাতঃ ১১-৩৫

মুনশীগঞ্জ

 

 

 

0.00 avg. rating (0% score) - 0 votes