আজও ছুটে চলছি ; যোগ্যতা অর্জনের নেশায়
বিশ বছর হয়ে গেল। তারপরে ও ,
ঠিক যেন প্রথম দিন কলেজে যাওয়ার মতো।
একদিন আগমণী সন্ধ্যাবেলায়
আমার দু’হাত চেপে,
কল্পনা বলেছিলো-
দেখিস আমি তোর জন্য হাজার বছর অপেক্ষা করবো,
তুই শুধু নিজেকে প্রমাণ করবি
আমি সমাজে দশজনের মতো যোগ্য।
সেদিনের পর থেকে
আজও ছুটে চলছি ; যোগ্যতা অর্জনের নেশায়,
বিশ বছর হয়ে গেল। তারপরে ও ,
সেই কথা,সেই স্বপ্ন,সেই ঘর
আজও ঠিক আছে,
শুধু সেখানে গিয়ে দেখতে পাইনা
প্রিয় মুখ কল্পনাকে।
শুনেছি সে এখন অন্য গ্রহে
তার চারপাশে সুখ,অর্থর বৈভব
খেলা করে ছোট শিশুদের সাথে।
মাঝে মাঝে পড়ন্ত বিকেলে চেয়ে থাকে সূর্যের দিকে।
শুনেছি এখনো উপন্যাস পড়ে হেসে উঠে
কবিতাতেও গভীর আকর্ষণ,
ডাইরিতে লেখা লেখে আগের মতোই
শুধু তাতে আমার নামের পরিবর্তন।
বিশ বছর পর শুনলাম এমন।
আজও ছুটে চলছি ; যোগ্যতা অর্জনের নেশায়
বিশ বছর হয়ে গেল। তারপরে ও,
রানারের মতো প্রতিটি সেকেন্ডের মূল্য দিয়ে ।
ভাল লাগল।