শহীদের রক্তের দান
———————————
শহীদের রক্তের লাল রঙে রঞ্জিত এই আমাদের দেশ,
তাদের মিলিত ত্যাগের গৌরব হবেনা কখনও শেষ ।
বাংলা ভাষার জন্য নির্বিঘ্নে ওরা দিয়েছে তাদের প্রাণ,
পরাধীনতার পর ভাষা হতে দিয়েছে মোদের পরিত্রাণ ।
ঘন সবুজের মাঝে নিশ্চুপ সর্বদা রয়েছে জেগে লাল,
আমাদের হৃদয় পতাকায় এ যেন রঙিন বিজয় পাল ।
যুগেযুগে মোরা বাংলাদেশীরা রাখব অটুট তার মান,
ভাষার মর্যাদায় শোধব মোরা শহীদের রক্তের দান ।
ভাল লেগেছে কবি।
Thanks