কি আশ্চর্য, কি করে হলে এমন !
এসেই চলে গেলে সুন্দর একটি ফুলের মতো।
কি আশ্চর্য, জীবনে এসেছিলে
পৌষ- মাঘের সূর্যের আলোয় মিশে যাওয়া শিশিরের মতো।
অথচ,তুমিই বলেছিলে-
তোমাকে দেখার পূর্বে;যেটুকু ভালবাসা জমিয়ে রেখেছি,
তা পিপীলিকার খাদ্য সংগ্রহের মতো।
কি আশ্চর্য, তুমি কিনা !
আমি সেই থেকে তোমাকে পাবো বলে ,
আশায় বেঁধে রেখেছি বুক; নিজেকে বন্দী করে রেখেছি
খাচায় বন্দী পাখির মতো।
কি আশ্চর্য,নিজেই অবাক হই !
নিজেকে কত রঙঢঙ এ সাজাই; বারবার শুধু পথপানে চাহনি
ত্বকের কি আশ্চর্য যত্ন।
কি আশ্চর্য, নিজেই মুগ্ধ নিজের অপেক্ষা দেখে।
কি আশ্চর্য, কি করে হলে এমন !
সেই তুমি নিজের সাথে প্রতারণা করলে।
অথচ,তোমার জন্য বারবার পথপানে চাহনি,
ত্বকের কি আশ্চর্য যত্ন।
কি আশ্চর্য, এতদিন পরেও আমি ঠিক আগের মতো।
ভাল লেগেছে।