সেই পাগল উন্মত্ত স্পর্শ গোলাপি আভার লজ্জা
অসহ্য ভয়ানক ভাললাগার বৃষ্টি বাঁধ ভাঙ্গা শয্যা
বার বার জাগে আজ আধখানা চাঁদের হাসির আদলে
তন্ময় হৃদয় বিস্ময়ে শুধায় কি করে এতটা ভালবাসলে!
সেই পাগল উন্মত্ত স্পর্শ গোলাপি আভার লজ্জা
অসহ্য ভয়ানক ভাললাগার বৃষ্টি বাঁধ ভাঙ্গা শয্যা
বার বার জাগে আজ আধখানা চাঁদের হাসির আদলে
তন্ময় হৃদয় বিস্ময়ে শুধায় কি করে এতটা ভালবাসলে!
চমৎকার ভাল লেগেছে কবি।
ধন্যবাদ সাহাদাত মানিক।