বুকের গহীনে জোত্যি যার নাম
যে শুধু আমায় ভালবাসে অবিরাম
তারে আমি পাইনা দেখিতে
আপনার মত করে
তবুও সে থাকে সারাদিন মান ধরে-
এই অন্তরখানি জুড়ে!
আইভি রহমান। ৯/২/১৪ ইং
বুকের গহীনে জোত্যি যার নাম
যে শুধু আমায় ভালবাসে অবিরাম
তারে আমি পাইনা দেখিতে
আপনার মত করে
তবুও সে থাকে সারাদিন মান ধরে-
এই অন্তরখানি জুড়ে!
আইভি রহমান। ৯/২/১৪ ইং
সুন্দর অনুভুতির প্রকাশ। ভাল লেগেছে।