হাজার বছর পর তোমাকে নারী
আবিষ্কার করেছি পরিবর্তনশীল ধর্মগ্রন্থের মাঝে।
নারী তুমি ধর্মপুরাণ,বাইবেল,মহাভারত
যা পরিবর্তিত হয়েছে বহুবার আর এখন নয় তা সৃষ্টিকর্তার স্বীয় দান,
তবু বিশ্বাস করি তাকে অন্ধের মতো ; আর
তার কাছে করি মাথা নত।
নারী তুমি পারোনি হতে
মুসলিমের প্রধান গ্রন্থ কুরআনের মতো,
যা শত সহস্র বছর পরও ঠিক পূর্বের মতো ।
নারী তুমি মোর কাছে আজ
উলঙ্গ নির্মম সত্যের মত পরিষ্ফুঠ,
দেখেছি তোমার সমস্ত শরীরটা মুখোশে ঢাকা
যা মেহেদি রক্ত রঙ আড়াল করা নীল পাতার মতো।