ছোঁয়া

 

অদৃশ্যতায় আচানক অতর্কিত ডাকে

খুঁজে পাই ঐশ্বর্যতার কায়া,

উদ্ধারে সেখান হতে সুপ্তধনের

গুপ্ত সে দেশের স্নেহমায়া।

হৃদয়ে জমানো ভালবাসা যত

দিয়ে যাবে মন নির্দ্বিধায়,

বিনিময়ে উষ্ণতায় পুলকিত হবো

জাদু মেশানো বিশুদ্ধ ছোঁয়ায়।

মুহু মুহু বাতাসে পরিপূর্ণ

সৌন্দর্যের এক স্নিগ্ধতার পরিবেশ,

নীলাচল ঢেকে থাকবো আমি

আচানক ঝড়ে উড়বে কালোকেশ।

পথিকের মতো তৃষ্ণা মিটবে

ঠাই পেয়ে রূপসী যৌবনে,

উর্বর জমিতে ফলাবো ফসল

আলো পাবো খুঁজে জীবনে।

আগামী দিনের নতুন স্বপনতায়

দুজনই থাকবো সুখে-দুখে,

ছুটে চলবো সম্ভাপনার জগতে

স্রোতধারা নদীর মতো একে-বেঁকে।

0.00 avg. rating (0% score) - 0 votes

One thought on “ছোঁয়া

Comments are closed.