অথই জল

deep_water

আমি বলি অথই জল
মন বলে আয়না।

আয়নাতে সাঁতার কাটা!
শুন আমার অবুঝ মন

বুকে বেধে অথই জল
ধরে রাখা যায় না।

৮ জুন ২০১০
ক্যানবেরা

0.00 avg. rating (0% score) - 0 votes