এই শোন! কেমন আছ?
বাতায়নে এলোচুলে কেন, আনমনে দাড়িয়ে আছ।
ভাবছ কি কারো কথা?
নাকি অমনিতে আকাশ তাকিয়ে, সময় কাটাচ্ছ অযথা।
কি অবাক হচ্ছ বুঝি! এইভাবে বলছি দেখে,
ভাবছ কে আমি, যাকে দেখনি কভু দুচোখে।
আমি? আমি অবসান্ন পৃথিবীর ধাবমনা একজন,
নিরব রুমে একাকি আমার কাটে সারাক্ষন।
জান? সেদিন কলেজে এক দৃশ্য দেখে,মনটা হল অশান্ত,
সেই থেকে মন ফেরারী হয়ে সদায় পরিশ্রান্ত।
হংস বলাকার মত ছুটাছুটি করছে মন,
বলতে পার? কি তার কারন।
আজ ভোর বেলাতে, একটুও মন পড়াতে বসছেনা,
বই হাতে নাড়াচাড়া করতে, পেলাম তোমর ঠিকানা।
এমনি কৈাতুহল হল, কে তুমি তোমায় জানতে,
কেমন তোমার আপন ভুবন, সে ভুবনাটাকে চিনতে।
এই বলনা? কে তুমি, আছই বা কত দুর?
তোমার মাঝে পাব কি খুজে, আমার আপন সুর?
যে সুর দেবে অশান্ত মনে, কিছু শান্তনার ছোঁয়া,
যে শান্তনা ফেরারী মনের, বহু দিনের চাওয়া।
এতটুকু শান্তনা পেতে, এ হৃদয় মরুভূমি,
একটুকরা কাগজে তা, দেবে আমায় তুমি?
জানি না কেমন তুমি, কেমন তোমার মন,
রাখবে কি তুমি, অশান্ত মনের কাল্পনিক আবেদন?
লেখক:-
এমদাদুল হক এমরান