কথা হলো

অবশেষে, চোখে চোখেই কথা হলো

প্রশ্ন ছিলো- ভালোবাসা কবে , কোথায় হবে?

বলেছিলাম- সুদূরের প্রন্তরে

নিজন কোন এক প্রহরে

অতপর – প্রশণ একেছিলে মুখে

কামাত শরীরে, উষ্ণ সাণ্ণিধৌর পরশ কবে হবে?

বলেছিলাম- নাইবা শুলে বেশ্যার মত তপ্ত তোষকে।

 

অতপর, সংশয়ে ছিলে

ভেবেছিলে, ভালোবাসা তবে কাকে বলে?

ভালোবাসার শেষ পরিনতি কি?

নিভয়, নিসংকচে বলেছিলাম

কামাত শরীরে বেশ্যার মত অন্দ

কোন রজনীর উন্মঙ্ক নগ্ন লিলাখেলা নয়

ভালোবাসা- হৃদয় মাঝে হৃদয় গেথে দেয়া

হৃদয় মাঝে হৃদয় বিলীন হওয়া।

 

জানতে চেয়েছিলে কবে হবো লীন

বলেছিলাম- বাউলের সুরে ভাসা

জোস্না ঘেরা, ফুলে ফুলে সাজানো

কোন এক ক্ষনে- হৃদয় লীন হবে

তোমাতে আমাতে।

 

রচনাঃ ০৯/০৯/১৯৮৮

রাতঃ ৯-৩৫

মুনশিগঞ্জ

0.00 avg. rating (0% score) - 0 votes

২ thoughts on “কথা হলো

Comments are closed.