নিবাসন: জনারনেয়্য

নিজনতা, নিস্তবধতা, নিরবতা
এসবই  এখন আমার প্রাপতা।
একাকি একদিন নিজন নিস্তব্দ নিরব রাতে
আমি দাঁড়িয়ে চিলাম-
শুধু খুজে ছিলাম, নিরবতা একটু নিজন্তা।

 

এই জনানেয়্য  নিবাসন
এখন আমার ভালোলাগেনা
ভালোলাগেনা এই অমানবিক্তার মাঝে।

 

প্রতিদিন পত্রকার পাতায় দেখি
মানবতা বিপ্নন বলে ক্রন্দন ধবনি
পাশের কলামেই নেভাদা  আর  মুরুরুয়ায়
ধবংসের উন্মাদ ছবি… এইত মানবতার জয়ধবনি।

 

রচনা:
মুনশিগঞ্জ

0.00 avg. rating (0% score) - 0 votes