মায়ের আঁচল

মায়ের আঁচল
উৎসর্গঃ [ মা ও বাবাকে ]
————————————————
আমার প্রিয় মায়ের আঁচল এ পৃথিবীর সব চেয়ে দামী,
পবিত্র আঁচলেই হয়েছি বড় ছোট্ট বেলার সেই আমি ।
সে আঁচলের স্নিগ্ধ ছায়ে শিশুকালের সুখ আছে ভরে,
সুরভিত স্মৃতির সেই স্বপ্ন যে খুঁজি সারাটা জীবন ধরে ।

কতনা কষ্ট সয়ে বড় করেছ তুমি লালন পালন করে,
তুমি বকেছ কত রাগও করেছ নাখেলে পেটটি ভরে ।
কত রাত জেগে ঘুম পারিয়েছ ঘুম পারানী গান গেয়ে,
জানি আজওতো তুমি কষ্ট কর কাঁদো পথপানে চেয়ে ।

মাগো তোমার শরীর কেমন ঠিকমত খেয়েছিলে আজ,
ভুলে কি গেছ ওষুধ খেতে ফেলে রেখে সকল কাজ ?
জন্মের পর মোরে তুমি সদা রেখেছ আঁচলেতে ঢেকে,
আদর সোহাগ স্নেহের পরশ দিয়েছ সারা গায়ে মেখে ।

সারাটা জীবন কাটাতে চাই মাগো তোমার পরশ নিয়ে,
আপদে বিপদে রক্ষা করো ঢেকো তোমার আঁচল দিয়ে ।
যে আঁচলে জন্মেছি মাগো পরপারেও সে আঁচল চাই,
এমন নিরাপদ প্রিয় আশ্রয় ত্রিভূবনে কোথাওতো নাই ।

ভালযে বাসি প্রাণের চেয়েও সকলের চেয়ে প্রিয় তুমি,
তুমিইতো মোর সকল সাধনা প্রিয় জন্মদাত্রী স্বর্গ ভূমি ।
তোমার আশা যদি পূর্ণ না করি মহা পাপে যাবে ভরি,
বেঁচে থেকেও মৃত্যুসম দাহ সে যাতনায় শরমে মরি ।

আমার হৃদয়ে তোমার স্থান বিধাতার এই অপার দান,
যতদিন রবে এই দেহে প্রাণ কখনও হবে না তা ম্লান ।
মাগো তোমায় মনে পড়ে কেমনে তোমায় কাছে পাই,
তোমার কোলে রাখবো মাথা পবিত্র আঁচল খানি চাই ।

আমার প্রিয় মায়ের আঁচল এপৃথিবীর সব চেয়ে দামী,
পবিত্র আঁচলেই হয়েছি বড় ছোট্ট বেলার সেই আমি ।
মা-মাগো তুমি করো কৃপা দাও ঠাই তব চরণতলে,
গড়বো এ জীবন নিশ্চিন্তে মোর প্রিয় মায়ের আঁচলে ।

0.00 avg. rating (0% score) - 0 votes

২ thoughts on “মায়ের আঁচল

Comments are closed.