তুমিইত বলেছ তুমি আমার….

Roseজীবন প্রারম্ভে ডেকেছ তুমি,
প্রনয়ের বারতা হাতে।
ছেয়েছ এক নিশ্ছিদ্র পথ,
আমাকে দেখিয়ে দিতে। Rose

Roseদিগন্তে চলার নেশায় তখন,
পারিনি দিতে সাড়া।
বেলা ফুরাতেই পৌছাতে হবে,
তাই ছিল বেশ তাড়া। Rose

Rose চলছি চলছি, ও কিযে ক্লান্তি,
পারছিনা একা যেতে।
বোধ করছি তাই, তোমাকেই প্রয়োজন,
চলার সঙ্গী হতে। Rose

Roseদিগন্তে চলার পথ পরিক্রমায়,
থমকে দাড়ালাম, তোমার প্রতীক্ষায়।
তুমি কোথায়? জলদি আস,
আমাকে অনেক বেশী ভালাবাস। Rose

Roseরাঙ্গনো রবি যাচ্ছে, অস্ত চলে,
এখনো তুমি নাহি এলে।
কার জন্য তোমার এতটা দেরি?
অদুরের কোন যুবক কি তোমায় রাখছে ধরি? Rose

Roseতা কি করে হয়,
তুমিইত বলেছ তুমি আমার, আর কারো নয় ।Rose

এমদাদুল হক এমরান

0.00 avg. rating (0% score) - 0 votes

One thought on “তুমিইত বলেছ তুমি আমার….

Comments are closed.