একটু আগে আমার গোলাপ বাগানের সব চেয়ে সুন্দর প্রজাপতিটা
মুখ থুবড়ে পড়ে গেল আমার প্রিয় বারান্দায়
আমি চমকে তাকাতেই দেখি আশ্চর্য সুন্দর ডানা দুটো
কি করুন করে ঝাপ্টাচ্ছে ,
মনে হোল দেখতে পেলাম ক্ষীণ লবন ধারা …
বাঁচার আকুতি খুব স্পষ্ট করে জানান দিল
কিন্তু সেও বুঝি দেখে ফেলেছে নিয়তির আয়না…
তারপর.. আস্তে আস্তে কি নির্ভার ঢলে পড়লো
ঘুমের অনন্ত নির্ভরতার কোলে
আমি একা তাকিয়ে থাকলাম
বুকের ভেতরটা নীল হয়ে রইল
গালের উপর তপ্ত নোনা বর্ষণ
আমি ভিজতে থাকলাম
ভিজতেই থাকলাম
প্রজাপতির ঝাপটানো ডানাটির ছবি
আমার আমিতে এঁকে নিয়ে
ভিজতেই থাকলাম……
আইভি রহমান। ২৮ জানুয়ারি ২০১৪
চমৎকার কবি। আপনার অনুভুতি স্পর্শ করেছে আমায়।