নিজন শ্রবন রাতে

একদিন নিজ়ন শ্রাবন রাতে একাকি আমি

সুপ্ত বিবন বাসনা গুলিকে কাফনে ঠেকে

নিস্তেজ দেহটাকে তপ্ত তোষকের ঊপর এলিয়ে দিয়ে

আমি চলেগেছি-

অবশেষে- কোথায়?

স্বগীয় ছাউনিতে নারকীয় উতসবের ঘন ঘটায়?

আমি কোথায় ?

এই নিজন  শ্রাবন সিক্ত রাতে???

 

 

 

রচনা ঃ ৪/৭/১৯৮৮

মুনশীগঞ্জ

0.00 avg. rating (0% score) - 0 votes

২ thoughts on “নিজন শ্রবন রাতে

Comments are closed.