ঘুম আসে না লেখা জমা দিয়েছেন ৩ ফেব্রুয়ারি, ২০১৪ লিখেছেন সাহাদাত মানিক ঘুম আসেনা, পাশে বালিকা ঘুমায় এপাশ ওপাশ করি; ডুবন্ত বালক, রাত্রি সেচে সাগর জলে বালির প্রাসাদ গড়ি। ০২ ডিসেম্বর ২০০৮ Post Views: ১১৫ 0.00 avg. rating (0% score) - 0 votes