দিপান্বিতা
তোমার ভিতর
কত সহজেই হল রুক্ষচর
তুমি আমার জন্য দুর্ভেধ্য কত কঠিন।
অথচ
একদিন ছিলে সাবলীল
শুভ্র কাশফুলের মত কোমল।
দিপান্বিতা
আমার ভিতর
আজ আচড়ে পরি
তোমার ধুলোজমা ইন্দ্রিয় অবলোকে।
প্রচন্ড চোট লাগে
আচমকা এই মোচরে।
দিপান্বিতা
তোমার ভিতর
কত সহজেই হল রুক্ষচর
তুমি আমার জন্য দুর্ভেধ্য কত কঠিন।
অথচ
একদিন ছিলে সাবলীল
শুভ্র কাশফুলের মত কোমল।
দিপান্বিতা
আমার ভিতর
আজ আচড়ে পরি
তোমার ধুলোজমা ইন্দ্রিয় অবলোকে।
প্রচন্ড চোট লাগে
আচমকা এই মোচরে।
চমৎকার। খুবই ভাল লেগেছে।