মৃত্যু প্রতিক্ষা!

যে পথে আমার মৃত্যু
আমি সেই পথে একবার-
বার বার, বহুবার ফিরে যাই!
আমার মৃত্যুতে কারো শোক
কিংবা জান্তব উল্লাস নেই!
এই পৃথিবীর বুকে আমি
মাত্রাহীন এক ছায়ামানব।
চোখে কিনারে পানি এসে যাবে
হয়তো কিছু বুনো শকুনের!
অনেকদিন ক্ষুধার্ত থাকার পর-
খাদ্যের রক্তরাঙ্গা মহোৎসব!

মৃত্যু বড় বেশী নিষ্ঠুর
যার জন্য খুব বেশী প্রয়োজন
তাকে আলিঙ্গনের বাঁধার!
তার সাথে তার নিয়ত
ভয়ংকর লুকোচুরি!
মৃত্যুদূত মুচকি হেসে যায় চলে
আমার জন্য উপহার থাকে
মৃত্যুহীণ এক মৃত্যু যন্ত্রণা!

0.00 avg. rating (0% score) - 0 votes

২ thoughts on “মৃত্যু প্রতিক্ষা!

Comments are closed.